রাজধানীর সেগুনবাগিচায় ছয়তলা ভবনের ছাঁদ থেকে নিচে পড়ে তানজিরা রহমত (৬) নামের এক শিশু মারা গেছে। সোমবার (২৪ফেব্রুয়ারী) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।
সোমবার (২৪ফেব্রুয়ারী) দুপুর ১২টায় এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় পৌনে একটায় শিশুটিকে ঢাকা মেডিকেলে ওয়ানস্টপ আইসিইউতে নেওয়া হয়।এবং পাঁচটার দিকে সে মারা যায়।
শিশুটির চাচা মঞ্জুরুল বলেন, তানজিরার মা ছাঁদে কাপড় শুকাতে দেওয়ার সময় সে ছাঁদে খেলা করছিল। একপর্যায়ে সে ছাঁদের রেলিং ধরে নিচে পড়ে যায়।
মঞ্জুরুল জানান, চাঁদপুরের সদরের মমিন বাড়ি এলাকায় তানজিরাদের বাড়ি। তার বাবার নাম রহমত উল্লাহ। রহমত উল্লাহ পরিবার নিয়ে বর্তমানে ১০/সি সেগুনবাগিচার ছয়তলা ভবনের ছাঁদসংলগ্ন ফ্ল্যাটে ভাড়া থাকেন। নিহত তানজিরার এক ছোট ভাই রয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, শিশুটি আশঙ্কাজনক অবস্থায় ওয়ানস্টপ আইসিইউতে চিকিৎসাধীন ছিল। বিকেলে সেখানে তার মৃত্যু হয়। মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে।
আগামীনিউজ/নাঈম